[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন।

আর প্রচলিত নিবন্ধন পরীক্ষা নয়, এখন থেকে নিয়োগ হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ইতোমধ্যে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে।

নতুন বিধি অনুযায়ী—

  • এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
  • বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে।
  • শূন্যপদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যেমন—শূন্যপদ ৫০ হাজার হলে, ভাইভায় ডাক পাবেন ১ লাখ প্রার্থী।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কিত পরিবর্তন নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন,
“আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা আলাদা করে হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতো কাঠামোতে আসবে। উদাহরণস্বরূপ, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে, যেখানে কিছু অংশ এমসিকিউ এবং বাকিটা লিখিত থাকবে। সবশেষে অনুষ্ঠিত হবে ভাইভা।”

তিনি আরও বলেন,
“বয়স নির্ধারণের ক্ষেত্রে নতুন নিয়ম হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এতে বয়স নিয়ে জটিলতা অনেকটাই কমে যাবে। আগামী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর হবে না, বরং নতুন পদ্ধতিতেই শিক্ষক নিয়োগ শুরু হবে।”

এনটিআরসিএ চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নতুন বিধি জারি হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে। শূন্যপদের সংখ্যার ভিত্তিতেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নিবন্ধন সনদপ্রাপ্তদের আর দীর্ঘদিন অপেক্ষায় বসে থাকতে হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর