ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদের জন্য ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন।
সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, ডাকসু নির্বাচনের পাশাপাশি ১৮টি হল সংসদের জন্য মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, নির্বাচনকে ঘিরে ইসলামী ছাত্রশিবির ‘ইনক্লুসিভ প্যানেল’ ঘোষণা করেছে। এতে শিবিরের পাশাপাশি চাকমা শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, ‘আপ বাংলাদেশ’, ‘ইনকিলাব মঞ্চ’ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী শিক্ষার্থীরাও এ প্যানেলে জায়গা পেয়েছেন।
সোমবার দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেলটি ঘোষণা করেন ঢাবি শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ।
ঘোষিত প্যানেলে—
এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
এ ছাড়া ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: