[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেলেন রেহানা পারভীন।

প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

রেহানা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৪ সালে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পরিকল্পনা কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। সম্প্রতি, গত ৩ জুলাই তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার আগে কিছুদিন তিনি ওএসডি ছিলেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুক্তিভিত্তিক সচিব সিদ্দিক জুবায়েরকে ২২ জুলাই প্রত্যাহার করা হয়। এরপর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবশূন্য ছিল।

অন্যদিকে, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে ড. মোহাম্মদ আবু ইউসুফকে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য ছিলেন। পরবর্তীতে প্রশাসন ক্যাডার পুলে উপসচিব হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও অনুবিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর