[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

রাবিপ্রবির প্রথম উপাচার্যের মৃত্যুবার্ষিকীতে নেই কোনো আয়োজন

আয়নুল ইসলাম, রাবিপ্রবি থেকে

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ৯:৪২ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৭ আগস্ট)।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে শ্রদ্ধা জানালেও কোনো আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করেনি প্রশাসন।

অধ্যাপক চাকমা টানা দুই মেয়াদে (২০১৪-১৮ ও ২০১৮-২১) রাবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পর্যায়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মূলত তার হাত ধরেই রাবিপ্রবির যাত্রা শুরু হয় এবং দীর্ঘ আট বছরের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আজকের অবস্থানে পৌঁছেছে।

বর্তমান প্রশাসন তার স্মৃতিকে সম্মান জানাতে একটি শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ নিলেও মৃত্যুবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। কেবল ফেসবুক পেজে বার্তা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে শ্রদ্ধা নিবেদন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি খাগড়াছড়ি শহরের খবংপড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর