ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
প্রাধ্যক্ষ জানান, আটক শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের আবাসিক নয়; তারা কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “অন্য হলের কয়েকজন শিক্ষার্থী তাদের বন্ধুর কক্ষে আসে। পাশের রুম থেকে অভিযোগ আসে তারা গাঁজা সেবন করছে। পরে দুজন আবাসিক শিক্ষক ঘটনাস্থলে গিয়ে তাদের হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় চারজনকেই প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: