[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. মাহ্ফুজা আক্তার (৪৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহ্ফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এ ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হলো। বর্তমানে সেখানে ২৩ জন চিকিৎসাধীন এবং ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এতে এ পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। এছাড়া নিহতদের মধ্যে শিক্ষক, অভিভাবক ও কর্মচারীও রয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর