[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বিইউএফটিআইএমইউএন ২০২৫-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ২:২৬ পিএম

সংগৃহীত ছবি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত তিন দিনব্যাপী বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (বিইউএফটিআইএমইউএন) ২০২৫ ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ সমস্যা সমাধান কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। তরুণ নেতৃত্ব গঠন ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে এই সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিএমইউএন ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

সেক্রেটারি-জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি উদ্বোধনের ঘোষণা দেওয়ার পর শুরু হয় প্রথম কমিটি সেশন। এ বছরের মূল প্রতিপাদ্য— “Humanizing Compassion, Diplomacy and Solidarity in the Quest for Sustainable Peace and Comprehensive Security to Redress Global Divides”

দ্বিতীয় দিনে থাকছে কমিটি কার্যক্রম ও বর্ণিল কালচারাল নাইট, আর শেষ দিনে হবে সমাপনী সেশন, পুরস্কার বিতরণ ও গালা নাইট। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর