[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ৬:৪০ পিএম

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাসের সময়সীমা দিয়েছেন।

এই সময়ের মধ্যে দৃশ্যমান ও যৌক্তিক পদক্ষেপ না নিলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এর আগে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে বৈঠকে অংশ নেন ১২ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।

দেলাওয়ার হোসেন জানান, এক মাসের মধ্যে দাবি না মানা হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং পরবর্তীতে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হবে। তবে সব দাবি একবারে পূরণ সম্ভব নয় বলে মন্ত্রণালয় পক্ষ জানিয়েছে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি প্রক্রিয়া নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান এবং সদস্য সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

শিক্ষা উপদেষ্টা বৈঠকে জানান, শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক এবং ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা করা হবে। বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষক প্রতিনিধিদের কাছ থেকে লিখিত প্রস্তাবনা চাইবে মন্ত্রণালয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর