[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

প্রাথমিকে ১৭ হাজার শিক্ষক নিয়োগ, বিধিমালায় আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ৮:৪৮ এএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার জন নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি আগস্টের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান নিয়োগবিধিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নতুন বিধিমালায় নারী ও পোষ্য কোটাসহ কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কিছু পদে পদোন্নতির সুযোগ যুক্ত করা হবে, যা আগে ছিল না।

এ নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে আরও ২ হাজার ৫৮৩ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর