[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের নতুন প্রস্তাব: কার বেতন কত হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ১০:২৫ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা ও গ্রেড উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব করেছে, সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপে বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করা হবে। পাশাপাশি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন এক ধাপ করে বাড়ানোর সুপারিশ করা হবে আগামী সপ্তাহে।


উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এতে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে নতুন অসন্তোষ তৈরি হয়। বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতনও ১০ম গ্রেডে, ফলে প্রধান শিক্ষক ও তদারকি কর্মকর্তার একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছে। অন্যদিকে সহকারী শিক্ষকরা আছেন ১৩তম গ্রেডে, যার ফলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপের পার্থক্য তৈরি হয়েছে। ইনক্রিমেন্টসহ এ ব্যবধান প্রায় ১৫ হাজার টাকা—যা ‘বৈষম্য’ হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা। এই অসন্তোষ দূর করতেই বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ও প্রস্তাবে সম্মতি দিয়েছে।

নতুন প্রস্তাবে বেতন কাঠামো

  • সহকারী শিক্ষক (বর্তমান পদবি: শিক্ষক)

    • বর্তমান: ১৩তম গ্রেড (১১,০০০ টাকা স্কেল)
    • প্রস্তাবিত: ১১তম গ্রেড (১২,৫০০ টাকা স্কেল)
    • সংখ্যা: সারা দেশে সাড়ে ৩ লাখের বেশি শিক্ষক, ৬৬ হাজার বিদ্যালয়ে কর্মরত।
  • সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউএপিইও)

    • বর্তমান: ১০ম গ্রেড (১৬,০০০ টাকা স্কেল)
    • প্রস্তাবিত: ৯ম গ্রেড (২২,০০০ টাকা স্কেল)
    • সংখ্যা: ২,৬০৭ জন।
  • উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও)

    • বর্তমান: ৯ম গ্রেড (২২,০০০ টাকা স্কেল)
    • প্রস্তাবিত: ৮ম গ্রেড (২৩,০০০ টাকা স্কেল)
    • সংখ্যা: ৫১৬ জন।
  • জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও)

    • বর্তমান: ৭ম গ্রেড (২৯,০০০ টাকা স্কেল)
    • প্রস্তাবিত: ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০ টাকা স্কেল)
    • সংখ্যা: ৬৮ জন।
  • বিভাগীয় উপপরিচালক (ডিডি)

    • বর্তমান: ৫ম গ্রেড (৪৩,০০০ টাকা স্কেল)
    • প্রস্তাবিত: ৪র্থ গ্রেড (৫০,০০০ টাকা স্কেল)

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, সহকারী শিক্ষকদের পদবি পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে এবং তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ইউপিইও, ডিপিইও ও বিভাগীয় উপপরিচালকদের বেতন এক ধাপ করে বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর