[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনে কমিটি গঠন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ৮:২৭ পিএম

মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের জন্য কমিটি গঠন করেছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রভাতি শাখার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান মোল্লা।

উপস্থিত ছিলেন দিবা, প্রভাতি ও ইংলিশ ভার্সন শাখার সহকারী প্রধান শিক্ষক, বিভাগীয় প্রধান, শ্রেণি শিক্ষক এবং মনোনীত শিক্ষক প্রতিনিধি।

আসন্ন শিক্ষা সপ্তাহকে সামনে রেখে ২০২৫ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার একাডেমিক ফলাফল, লিখিত মূল্যায়ন এবং সরকারি বিধি অনুযায়ী সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শাখায় (প্রভাতি, দিবা ও ইংলিশ ভার্সন) একজন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে।

কমিটিতে গণিত, বিজ্ঞান, ইতিহাস-সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ অভিজ্ঞ শিক্ষকরা অন্তর্ভুক্ত আছেন।

দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সদস্য সচিব এবং অন্যান্য শিক্ষককে যুগ্ম সদস্য সচিব ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পাবেন ক্রেস্ট, সনদ, ব্যাজ, এককালীন ১০ হাজার টাকার শিক্ষা বৃত্তি, এক বছরের টিউশন ফি মওকুফ এবং ঢাকা–কক্সবাজার–ঢাকা শিক্ষা ভ্রমণের সুযোগ।

সভায় অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং কমিটির সদস্যদের সম্মিলিতভাবে এ কার্যক্রম সফল করার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর