দেশের সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে সাত দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৬ আগস্ট) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।
১. ট্রুপ ও ক্রু মিটিং নিয়মিত আয়োজন
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ট্রুপ ও ক্রু মিটিং আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রৈমাসিক প্রতিবেদন পাঠানো
ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাতে হবে। আঞ্চলিক অফিস তা ১০ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) মাউশিতে পাঠাবে।
তহবিল ব্যবস্থাপনা
স্কাউট বা রোভার কার্যক্রমের জন্য আদায়কৃত ফি কেবল ওই কার্যক্রমেই ব্যয় করতে হবে এবং উত্তোলন করতে হবে প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট স্কাউট/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে।
বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা
শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটস বরাবর নিয়মিত পরিশোধ করতে হবে।
বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন
রোভার লিডার বা স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করে তা গ্রুপ কমিটির অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করবেন। কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানপ্রধানের ওপর।
পদ শূন্য থাকলে দ্রুত ব্যবস্থা
কোনো প্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠানপ্রধানকে দ্রুত সংশ্লিষ্ট জেলা বা আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিয়োগের ব্যবস্থা নিতে হবে।
বার্ষিক রিপোর্ট প্রেরণ
স্কাউটিং ও রোভার স্কাউটিং কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক একটি প্রতিবেদন তৈরি করে প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। আঞ্চলিক অফিস তা ফেব্রুয়ারির মধ্যে [email protected] ঠিকানায় মাউশিতে পাঠাবে।
এসআর
মন্তব্য করুন: