[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

ইআবিতে ৪ দিনব্যাপী আরবি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৮:২২ এএম
আপডেট: ২৯ জুলাই ২০২৫ ৮:২৪ এএম

সংগৃহীত ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।

‘কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’, রিয়াদ ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “আরবি ভাষা শুধু ধর্মীয় শিক্ষা নয়, আন্তর্জাতিক যোগাযোগ, গবেষণা ও পেশাগত দক্ষতার গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক পদ্ধতিতে আরবি শিক্ষাদান নিশ্চিত করতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”

তিনি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আরবি ভাষার গভীরতা, কৌশল ও আধুনিক পাঠদানের পদ্ধতিতে দক্ষতা অর্জন করবেন, যা দেশে আরবি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি সৌদি আরব থেকে আগত প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষকদের অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “এই কর্মশালার লক্ষ্য হচ্ছে অনারব শিক্ষকদের আধুনিক ও কার্যকর আরবি ভাষা শিক্ষাদানে প্রস্তুত করা এবং তাদের শিক্ষণ কৌশল উন্নয়নের সুযোগ করে দেওয়া।”

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন সৌদি আরবের ‘কিং সালমান গ্লোবাল একাডেমি’র প্রতিনিধিদল। এতে ছিলেন ড. আব্দুর রহমান আল আমরি, প্রফেসর ড. আব্দুর রহমান আল জোহানী (উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়), সহকারী অধ্যাপক ড. সালমান আল হারবি (ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা) এবং জনাব মাহা আল ফোরাইহী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.এস.এম. মামুনুর রহমান খলিলী, শিক্ষা ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. অলী উল্যাহ, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরিকল্পনা বিভাগের পরিচালক প্রফেসর ড. রফিক আল মামুনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

২৮ থেকে ৩১ জুলাই চলমান চার দিনব্যাপী কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

পাশাপাশি ২৯ ও ৩০ জুলাই দুই দিনব্যাপী আরেকটি কর্মশালায় ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর