 
                                                                        দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের জন্যও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে বেতন পেতেন। এখন সবাই ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত হবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
এটি তাদের আর্থিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও মনোবল বাড়াবে, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এসআর
মন্তব্য করুন: