[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি: আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

মাইলস্টোন ট্রাজেডিতে মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি শিশুর নাম।

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) মৃত্যুবরণ করেছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় আয়মান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আয়মানের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন মারা গেছেন বলে জানান চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলাকালীন থাকায় বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। এ মর্মান্তিক ঘটনায় সারাদেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, এই দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুরে ৩১ জনের মৃত্যুর তথ্য জানালেও ওইদিন রাতেই আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩২ জনে।

শোকাহত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বজন ও জাতি—সবাই অপেক্ষা করছে, এই দুঃস্বপ্ন কবে শেষ হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর