শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, “সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে যেতে বললে আমি চলে যাব।”
তবে নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই বলেও জানান তিনি।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান—শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে, এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? জবাবে তিনি বলেন, “সচিবকে অপসারণ উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। কেন তাঁকে সরানো হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। এ সিদ্ধান্তে আমার কোনো ভূমিকা নেই।”
নিজের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করি না। তাই নিজ থেকে পদত্যাগের ইচ্ছে নেই। তবে সরকার চাইলে আমি সরে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে ঘটনার পরম্পরা ব্যাখ্যা করেছি। সঠিক-বেঠিক বিবেচনা করা আপনাদের বিষয়।
এসআর
মন্তব্য করুন: