শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল শেষে তারা বোর্ড চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে থাকেন এবং পরে বোর্ডের মূল ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে অভিভাবক ও সেবা প্রত্যাশী শিক্ষার্থীরা সাময়িক ভোগান্তির শিকার হন। বিক্ষোভে কুমিল্লার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—এই ধরনের বিভিন্ন স্লোগান দেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
২. শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি
৩. মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ ও সঠিক পরিচয় প্রকাশ
৪. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৫. নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান
৬. পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালুর ব্যবস্থা
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, “মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এর প্রকৃত তথ্য এখনো জানতে পারিনি। হঠাৎ রাত ৩টার সময় পরীক্ষা স্থগিতের নোটিশ দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছে। এটি চরম দায়িত্বহীনতা।”
বিক্ষোভের পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আমাদের জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, তাদের দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।”
এ কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: