শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জনপ্রশাসন সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানায় শিক্ষার্থীরা।
তবে রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শেষ পর্যন্ত রাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষার স্থগিতাদেশের ঘোষণা দেন।
তবুও পরিস্থিতি শান্ত হয়নি। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে তারা সচিবালয়ে প্রবেশ করেন।
এর কয়েক ঘণ্টা পরই শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: