[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর শিক্ষা খাতের নানা অনিয়ম এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পরও শিক্ষা উপদেষ্টা এইচএসসি পরীক্ষা স্থগিতের ব্যাপারে দেরি করেছেন।

তাঁরা বলেন, “রাত ৩টায় পরীক্ষার ঘোষণা স্থগিত করা হয়েছে, অথচ আমরা তখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উনি কার শিক্ষা উপদেষ্টা?”

এ ছাড়া, শিক্ষার্থীদের আরেকটি দল সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে গত এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিও জানায়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর