[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৩ শিক্ষার্থীর মাথা ফাটলো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ সোমবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিবিসি বাংলার লাইভ প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান।

এ সময় সরকারের আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস উইংয়ের সদস্যরা ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা সেখানে অবরুদ্ধ রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর