[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১:৩২ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ধানমন্ডির বিভিন্ন কলেজ—ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিক্ষানীতি বাস্তবায়নে অব্যবস্থাপনা ও বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন এবং স্লোগান দেন।

আমাদের প্রতিবেদক现场 থেকে জানান, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চললেও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর