[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

এইউবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ১১:১১ পিএম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ও জুলাই স্মরণ সভা’।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের তত্ত্বাবধানে ক্যান্টিন স্কয়ারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তব্য পর্বে বক্তারা ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তারা বলেন, সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ শিরোনামের একটি প্রামাণ্য বুকলেটের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে জুলাই বিপ্লবে এইউবির অংশগ্রহণের দলিল সংকলিত হয়েছে।

শিক্ষার্থীরা নাটকের মাধ্যমে আন্দোলনের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ উপস্থাপন করেন।

এছাড়াও প্রদর্শিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় তৈরি একটি প্রামাণ্যচিত্র, যেখানে আন্দোলনকালীন সময়ে সংঘটিত রাষ্ট্রীয় দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর