অগ্নিঝরা ১৭ জুলাই’ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) বৃহস্পতিবার ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উদ্বোধক ছিলেন শহীদ ইয়ামীনের পিতা মো. মহিউদ্দীন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক এবং কোষাধ্যক্ষ ড. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।
বক্তারা বলেন, ১৭ জুলাই শুধুমাত্র একটি তারিখ নয়; এটি এ দেশের তরুণদের সাহস, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ও নৈতিক চেতনার প্রতীক। শহীদ ইয়ামীনসহ যারা এই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে।
ডকুমেন্টারিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রেক্ষাপট, ঘটনার বিবরণ এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বাস্তবচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল।
এসআর
মন্তব্য করুন: