[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

এইউবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১:০১ পিএম

সংগৃহীত ছবি

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু সুফিয়ান, কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতির প্রাক্তন অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ এনামুল হক আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম জুয়েল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর