রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, চাঁদাবাজির জেরে যুবদল নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। হত্যার পর লাশের ওপর অমানবিক আচরণ করে তারা এক ধরনের ‘বর্বর নৃত্য’ করে। তারা বলেন, এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জাতিকে স্তব্ধ করে দিয়েছে।
ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ রাজনৈতিক দল। তারা প্রতিনিয়ত চাঁদাবাজি ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তাকে প্রস্তর যুগের কায়দায় হত্যা করা হয়েছে। এটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।”
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আজ সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রসমাজ রাস্তায় নেমেছে। আওয়ামী লীগের সময় যেভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিএনপির সময়েও আমরা সেই একই অবস্থান নিয়েছি। তারা ১৬ বছর ধরে নিজেদের মজলুম দাবি করলেও এখন নিজেরাই জালিমে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত ১০ মাসে বিএনপি শতাধিক মানুষকে হত্যা করেছে বলে আমরা তথ্য পেয়েছি। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। সংস্কার ছাড়া নির্বাচন নয়—এই দাবি আমাদের অবিচল।”
একইসঙ্গে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দ্রুত বিচার দাবি করেন এবং দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: