[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ভিকারুননিসায় এবার ৫৫ জন ফেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১২:১২ এএম

ফাইল ছবি

ঢাকার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সাধারণত ‘নো ফেল স্কুল’ হিসেবে পরিচিত।

প্রতিবছর এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি শীর্ষ সাফল্য অর্জন করে। তবে এবার চিত্র কিছুটা ব্যতিক্রম। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ফলাফলের বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, এবার এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা থেকে অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ।

তথ্য অনুযায়ী, ফেল করা ৫৫ শিক্ষার্থীর মধ্যে ৩৭ জন বিজ্ঞান বিভাগে, ৮ জন মানবিকে এবং ১০ জন ব্যবসায় শিক্ষায়। আগের বছরগুলোতে যেখানে এক অঙ্কের মধ্যে ফেলের সংখ্যা সীমাবদ্ধ থাকত, সেখানে এবার এই সংখ্যা অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

তবে এ বছরের ফলাফলে আশাব্যঞ্জক দিকও রয়েছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬ জন জিপিএ ৫ পেয়েছে, যা এখনো উল্লেখযোগ্য সাফল্য।

এদিকে, সারাদেশেই এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির হার কমেছে। ১১টি শিক্ষা বোর্ডের আওতায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর এটি ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা আগের বছরের তুলনায় অনেক কম।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। অংশগ্রহণের জন্য মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল, যাদের মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী, যা পরবর্তীতে আরও বেড়ে যায়। সব মিলিয়ে এবার পরীক্ষায় অংশগ্রহণের হার কিছুটা কম ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর