[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ২:৪২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫ ৫:২২ পিএম

সংগৃহীত ছবি

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই ফল প্রকাশ করে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড—সবগুলো বোর্ড একযোগে নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করে।

প্রথামাফিক এবারও আনুষ্ঠানিকতা না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, এবার মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪২ হাজার ১২৭ জন কম।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

যেভাবে জানা যাবে ফল

ফলাফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে নির্দিষ্ট তথ্য দিয়ে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2025)

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল এবং প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

খাতা চ্যালেঞ্জ

ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য বিষয় কোড কমা (,) দিয়ে আলাদা করতে হবে। (যেমন: ১০১,১০২,১০৩)

বিস্তারিত আবেদন পদ্ধতি জানা যাবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও টেলিটক অপারেটরের নির্দেশিকা থেকে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর