চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (১০ জুলাই) প্রকাশ করা হবে।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল মেসেজের মাধ্যমে ফল জানতে পারবে।
ফল জানতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর, আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল প্রকাশ উপলক্ষে আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে শিক্ষা বোর্ডগুলো। সেখানে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড নিজ নিজ ফলাফল প্রকাশ করবে। এবার ফল প্রকাশে কোনো বাড়তি আনুষ্ঠানিকতা থাকছে না।
পুনর্নিরীক্ষার আবেদন নেওয়া হবে আগামীকাল (১১ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত।
গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার জানান, নির্ধারিত সময়ের আগেই কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: