[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ১২:২৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১২:২৬ পিএম

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বুধবার) প্রকাশিত হবে।

সোমবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, নির্ধারিত দিনে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর অনলাইন পোর্টালে ফল পাওয়া যাবে। একই দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ফলাফল পৌঁছে যাবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডে ৭২৫টি কেন্দ্রে ৯ হাজার ৬৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশ উপলক্ষে ঐ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। এরপর একযোগে ফল প্রকাশ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর