চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ বা ১১ জুলাই প্রকাশিত হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, “ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে ফল প্রকাশের নির্ধারিত দিন।”
পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর জানায়, গত ১৫ মে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার মাধ্যমে শেষ হয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার বাধ্যবাধকতা থাকায় ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হচ্ছে।
বোর্ডগুলো প্রাথমিকভাবে ১৩-১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব দিলেও, শিক্ষা মন্ত্রণালয় তা এগিয়ে ১০ বা ১১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের এই তারিখে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার ফল প্রকাশের দিন প্রধান উপদেষ্টার কাছে পরীক্ষার সারসংক্ষেপ হস্তান্তরের প্রথা থাকছে না। এমনকি এ উপলক্ষে কোনো কেন্দ্রীয় সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে না। তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিশদ নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা)। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এবারের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পুরোপুরি সিলেবাস অনুসারে, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: