[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

পরীক্ষার প্রশ্নে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, বাতিল হলো পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১:৫১ এএম

সংগৃহীত ছবি

খুলনার সরকারি বিএল কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় বিতর্কিত প্রশ্নপত্রের কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি প্রসঙ্গ উঠে আসায় বিতর্ক তৈরি হয়। প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বুধবার (২ জুলাই) সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ প্রশ্নপত্র ব্যবহার করা হয়। পরীক্ষার দেড় ঘণ্টা পর প্রশ্নে অসঙ্গতি ধরা পড়ে, যার পর কলেজ কর্তৃপক্ষ প্রশ্নপত্র তুলে নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়।

প্রশ্নপত্রের ৯ নম্বর প্রশ্নে লেখা ছিল:
“জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন।”
এই উদ্দীপকের ভিত্তিতে পরীক্ষার্থীদের চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়।

তবে শুধু এই প্রশ্ন নয়, পুরো প্রশ্নপত্রেই ছিল নানা ভুল ও অসঙ্গতি। প্রশ্নগুলো শুরু হয় ৫ নম্বর থেকে, পরে ৬, এরপর ১, ২, ৩—এমন এলোমেলো ক্রমে। বেশ কিছু প্রশ্নে উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্য না থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

ঘটনার সঙ্গে জড়িত সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। ইসলামি ইতিহাস বিভাগের প্রধান আবু তালেবকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ জহিরুল ইসলাম বলেন, “প্রথমে এমসিকিউ নেওয়ার পর লিখিত অংশে প্রশ্নের গড়মিল লক্ষ্য করি। স্পর্শকাতর বিষয় থাকার কারণে অধ্যক্ষকে জানালে তিনি প্রশ্ন তুলে নিতে বলেন।”

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ হুমায়ুন কবির বলেন, “শুধু ৯ নম্বর নয়, আরও কয়েকটি প্রশ্নেও ভুল ছিল। প্রশ্নপত্র পেয়ে শিক্ষার্থীরা হাসাহাসি শুরু করে। সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র প্রত্যাহার ও পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিই।”

তিনি জানান, বিএল কলেজের প্রশ্নপত্র অন্যান্য কলেজে ও টেস্ট পেপারে ব্যবহৃত হয়।

এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও একজন শিক্ষক কীভাবে এতগুলো ভুল করেন—তা জানতে চেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রশ্নের কিছু নমুনা সংরক্ষণ করা হলেও বাকিগুলো নষ্ট করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর