চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৩ জুলাইয়ের পর যেকোনো দিন প্রকাশ হতে পারে।
ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।
এ বছর দেশের বিভিন্ন বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে, আর ২৫ মে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকায়, ১৩ জুলাই সেই সময়সীমার শেষ দিন হিসেবে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) শিক্ষা বোর্ডগুলোর একাধিক কর্মকর্তা জানান, ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময় অনুযায়ী ফল জুলাই মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন প্রকাশ করা হতে পারে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “১৩ জুলাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করা হবে।”
এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “আমরা দুই মাসের রোডম্যাপ ধরে কাজ করছি এবং সে পরিকল্পনা অনুযায়ী ফল তৈরির কাজ এগিয়ে চলছে।”
এছাড়া, পরীক্ষা শুরুর সময়েই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানিয়েছিলেন, "দুই মাসের মধ্যেই ফল প্রকাশের প্রচলন রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে।
এসআর
মন্তব্য করুন: