[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নোবিপ্রবির ছাত্রী হলে পুরুষ কর্মচারী দিয়ে তল্লাশি, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১২:১৪ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হজরত বিবি খাদিজা ছাত্রী হলে পুরুষ কর্মচারীদের দিয়ে কক্ষ তল্লাশির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে হল প্রাঙ্গণ।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘অবৈধ ইলেকট্রিক চুলা’সহ বিভিন্ন সামগ্রী জব্দের অভিযানে হলের কক্ষে তল্লাশি চালায়। কিন্তু এতে অংশ নেয় একাধিক পুরুষ কর্মচারী, যারা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ছাত্রীদের কক্ষে প্রবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, এ ঘটনায় তারা লজ্জিত ও আতঙ্কিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রী জানান, “হঠাৎ আমাদের ফ্লোরে কিছু পুরুষ কর্মচারী উঠে আসেন। ওড়না গায়েও দেওয়ার সুযোগ পাইনি। এটা খুবই অপমানজনক ও ভয়ংকর অভিজ্ঞতা।”

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা হলের নিচতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং হল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। পরে রাত সোয়া ১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, অধ্যাপক শফিকুর রহমান এবং সহকারী প্রভোস্টরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর