৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই লিখিত (MCQ টাইপ) পরীক্ষা চলবে।
পরীক্ষার হল, আসনবিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৭ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ২৫ জুন পর্যন্ত। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।
এসআর
মন্তব্য করুন: