[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আগস্টের প্রথমার্ধে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২:৩৫ এএম

সংগৃহীত ছবি

বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাসে নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগস্টের প্রথমার্ধে।

ডাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে, বিভিন্ন ছাত্র সংগঠন প্যানেল গঠনের প্রস্তুতি শুরু করেছে এবং সম্ভাব্য প্রার্থীরা শিক্ষার্থীদের মধ্যে প্রচারণায় নেমে পড়েছেন। কেউ কেউ সেবামূলক কর্মসূচি ও আড্ডায় অংশ নিয়ে নিজেদের পক্ষে সমর্থন তৈরির চেষ্টা করছেন।

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, "জুলাইয়ের শুরুতেই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

৫ থেকে ১৫ আগস্টের মধ্যে ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সহযোগিতায় চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।"

ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্ররাজনীতি। শীর্ষ ছাত্র সংগঠনগুলো জনপ্রিয় ও অভিজ্ঞ নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছে।

একই আদর্শের সংগঠনগুলো যৌথ প্যানেল গঠনের দিকেও ভাবছে। এছাড়া, সংগঠননিরপেক্ষ হলেও আন্দোলন-নেতৃত্বে পরিচিত কিছু শিক্ষার্থীও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ডাকসু নির্বাচনের এই প্রস্তুতি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। বহুদিন পর এই প্রাণের সংগঠনের নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ফের জেগে উঠছে গণতান্ত্রিক চর্চার আবহ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর