news.protidinerbangla22@gmail.com বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৪ ১২:১৪ এএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যদের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন উপদেষ্টা।

অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার (১৬ আগস্ট) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন।

১৯৪৮ সালে নোয়াখালীর চাটখিলে জন্ম নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদ ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর