সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষক মারধরের শিকার হওয়ায় উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
রবিবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হন শাবিপ্রবির পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম।
বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অধ্যাপক শফিকুল ইসলাম ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন।
পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে একটি মোটরসাইকেল তার গাড়ির সামনে এসে পড়ে এবং ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে পালিয়ে যায়।
ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করার পর তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে আবারও সড়ক অবরোধ করে। প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এ সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, “শিক্ষার্থীদের শান্ত করে প্রধান ফটকে আনা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে।” তিনি আরও জানান, আক্রান্ত শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এসআর
মন্তব্য করুন: