[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৫ ১২:১২ এএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার পদক্ষেপ গ্রহণ করায় আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষক-শিক্ষার্থী পক্ষ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জানিয়েছেন, সরকার তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে এবং বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, "সরকার আমাদের দাবির প্রতি সম্মতি জানিয়েছে। বাজেট ও অবকাঠামোগত বিষয়সহ প্রতিটি দাবির বাস্তবায়নে আশ্বস্ত করা হয়েছে। ফলে এখন আর শাটডাউনের প্রয়োজন নেই, কাল থেকেই আমরা ঘরে ফিরে যাব।"

তিনি জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে এই সমাধানে পৌঁছানো হয়েছে। শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধি ছাড়াও আন্দোলনকারীদের প্রতিনিধিরাও অংশ নেন।

ড. রইছ উদ্দিন বলেন, "দাবি পূরণে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের অবদান ইতিহাসে লেখা থাকবে। আগামী জুন মাসের বাজেটেই এসব দাবির প্রতিফলন দেখা যাবে। দ্বিতীয় ক্যাম্পাসসহ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দ্রুত কাজ শুরু হবে।"

তিনি আরও জানান, সাত দিনের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বাজেট বরাদ্দ বাড়িয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা হবে।

এর আগে, শিক্ষার্থীরা ইউজিসি থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেয়। ১৪ মে হাজারো শিক্ষার্থী পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে সংঘর্ষে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।

অবশেষে সরকারের পদক্ষেপ ও আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করে ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ভবিষ্যতে গড়িমসি হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর