বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ না নিলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।
শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “তিন দিন ধরে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে আন্দোলন করছে।
অথচ সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। চাইলেই প্রথম দিনেই এর সমাধান সম্ভব ছিল।”
তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার। এখন আমরা এমন এক অবস্থানে এসেছি, যেখান থেকে আর পিছু হটার সুযোগ নেই।
আমাদের ন্যায্য দাবি আদায় না হলে এই কাকরাইল মোড় হবে নতুন জনআন্দোলনের কেন্দ্র।”
সরকারের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “যে সরকার আমাদের ত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যদি সেই সরকার হুমকি দিয়ে আমাদের দমন করতে চায়, আমরা তা প্রতিহত করব।
এসআর
মন্তব্য করুন: