চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে অংশ নিয়ে এবার অভিনব প্রতিবাদে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কাকরাইল মোড়ে তারা হাতে বোতল নিয়ে ‘বোতল-বোতল’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে একে একে পানির বোতল রশিতে বেঁধে ট্রাফিক সিগনাল পোস্টে ঝুলিয়ে দেন। এর মধ্যেই তারা ‘বোতল-বোতল’ স্লোগান দিতে থাকেন। সরেজমিনে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী এ প্রতিবাদে অংশ নেন।
বোতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ
ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় কুমার রায় বলেন, “শুধুমাত্র একটি বোতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের দাবি না শুনেই চলে যান। অথচ পুলিশের হামলায় বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। তাই বোতল হাতে প্রতীকী প্রতিবাদ করছি।”
এর আগে, বুধবার (১৪ মে) রাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে কাকরাইল এলাকায় আসেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কথা বলার সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছোড়া হলে সেটি তার মাথায় গিয়ে লাগে।
নিক্ষেপকারী শিক্ষার্থীর বক্তব্য
বোতল নিক্ষেপকারী হিসেবে চিহ্নিত হওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুসাইন বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমি ইচ্ছা করে কাউকে লক্ষ্য করে বোতল ছুঁড়িনি, আকাশের দিকে ছুড়ে মেরেছিলাম। এতে কারও সম্মানহানি বা ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক
ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির নেতারা এ ঘটনাকে ‘নিকৃষ্ট’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “এই ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা দায়ী নন। উপদেষ্টা মাহফুজ তার ব্যক্তিগত ক্ষোভকে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছেন। তার মানসিক কাউন্সেলিং প্রয়োজন।”
চলমান আন্দোলনের প্রেক্ষাপট
শিক্ষার্থীদের চলমান চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু।
২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের একনেক সভায় অনুমোদন ও বাস্তবায়ন।
৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি।
এসআর
মন্তব্য করুন: