[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

চবির সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ৬:২৪ পিএম

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এ ছাড়া উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।

এবারের সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৯টি অনুষদের মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছেন।

সমাবর্তন উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে আসতে শুরু করেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে সমাবর্তনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় ২৫ হাজার মানুষের বসার আয়োজন করা হয়। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত চারটি সমাবর্তন আয়োজন করেছে। প্রথমটি অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে, দ্বিতীয় ১৯৯৯ সালে, তৃতীয় ২০০৮ সালে এবং সর্বশেষ চতুর্থ সমাবর্তন হয় ২০১৬ সালের ৩১ জানুয়ারি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর