[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

প্রতারণা থেকে ফেলোদের সতর্ক থাকার আহ্বান ইউজিসি’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৪ ৪:৫১ পিএম

,

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসি’র ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের সম্মানী দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক।

এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উল্লেখ্য, ফেলোদের সম্মানী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে ইএফটির মাধ্যমে ইউজিসি প্রেরণ করে থাকে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ফেলোদের অনুকূলে অফিস আদেশ জারীর পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলোগণ অর্থ উত্তোলন করে থাকেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে ইউজিসি।

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালকড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর