[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ৭:৫৬ পিএম

ফাইল ছবি

আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গণহত্যা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড’-এর অভিযোগ এনে দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নতুন আত্মপ্রকাশ করা একটি রাজনৈতিক জোট—‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। জোটটি ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে। অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, একতার বাংলাদেশ, রক্তিম জুলাই ও স্টুডেন্ট রাইটস ওয়াচ।

সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। গণতন্ত্র হরণ, দমন-পীড়ন, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতা, শ্রমিক, শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে ঘটে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ এবং আহত হন প্রায় ৩১ হাজার জন।”

তিনি অভিযোগ করে বলেন, “আট মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যার বিচার হয়নি। উল্টো কিছু মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। এই পরিস্থিতিতে 'জুলাই ঐক্য' নামে একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

জোটটির মূল দাবি তিনটি:

  1. জুলাই অভ্যুত্থনে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা,
  2. আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা,
  3. ২০২৪ সালের গণহত্যা, শাপলা চত্বর ও পিলখানা ট্রাজেডি, গুম-খুন, দুর্নীতি ইত্যাদির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জোরদার করা।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি রাফে সালমান রিফাত বলেন, “আওয়ামী লীগ মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। দলটিকে নিষিদ্ধ না করলে এসব কর্মকাণ্ড বন্ধ হবে না। তাই আমরা সব ফ্যাসিবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে তাদের নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করব।”

সংবাদ সম্মেলনে আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর