[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

৬৭ কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ১:১৮ এএম

ফাইল ছবি

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৫ মে) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে উক্ত তারিখ থেকেই তাদের অবমুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে গত মাসেও ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর