[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

মধ্য রাতে বিক্ষোভে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৫ ২:৪৮ এএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।

আহত শিক্ষক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা বিভাগের ১৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের ওপর শারীরিকভাবে আঘাত করেন তিনি।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল্লাহ নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয় বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষককে লক্ষ্য করে এমন হামলা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর