ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সরকার উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জ্যেষ্ঠ কোনো অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি কুয়েটে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগে ছাত্রদের আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষের এই পদত্যাগ শিক্ষাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: