[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর: যশোরে মাদ্রাসায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ২:৩৬ পিএম

ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় অভিযান চালিয়ে ছাত্রীদের শয়নকক্ষ থেকে সিসি ক্যামেরা ও এক শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ।

অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গত ৯ এপ্রিল বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, পাঁচতলা ভবনের নিচতলায় দুই শিক্ষক থাকেন এবং ওপরের চার তলায় ছাত্রীদের আবাসন।

প্রতিটি শোবার কক্ষে দুটি করে নাইট ভিশন ক্যামেরা বসানো ছিল, যার মনিটর ছিল শিক্ষকের কক্ষে। নারী পুলিশ সদস্যের সহায়তায় সেগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ছাত্রীদের গোপনীয়তা লঙ্ঘন করে শোবার ঘরে ক্যামেরা স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মাদ্রাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১৬টি সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় শিক্ষক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলেও পরে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মাদ্রাসায় মোট কতজন ছাত্রী অবস্থান করছে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তবে প্রাথমিকভাবে অন্তত ৪০ জনের নাম পাওয়া গেছে, এবং এই সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর