[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ১১:৩৬ এএম

ফাইল ছবি

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল)।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে এই পাবলিক পরীক্ষায়।

সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ৮ এপ্রিল একাধিক নির্দেশনা জারি করেছে। পরীক্ষার সময় প্রশ্নফাঁস বা গুজব ছড়ানোসহ যেকোনো ধরনের অসদুপায় রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কমিটি।

এ বছর পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে এবং শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে। লিখিত পরীক্ষা চলবে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এদিকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৭ এপ্রিল গণিত পরীক্ষার দিন ছিল, যা এখন পেছিয়ে নেওয়া হয়েছে ২১ এপ্রিল। এ অনুযায়ী নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে।
৩. অবশ্যই প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
৪. প্রশ্নপত্র পাওয়ার আগে কোনোভাবেই উত্তরপত্রে কিছু লেখা যাবে না।
৫. এক কেন্দ্রে অন্য পরীক্ষার প্রশ্নপত্র যেন না যায়, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।
৬. পরীক্ষার হলে কেন্দ্র সচিব, পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
৭. পরীক্ষার দিন ভুয়া প্রশ্ন ছড়ানো বা গুজবে কান না দেওয়ার অনুরোধ।
৮. অসদুপায় অবলম্বনের অভিযোগে ধরাপড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৯. পরীক্ষা চলাকালে প্রয়োজন ছাড়া কেন্দ্রে চলাচল সীমিত রাখা হবে।
১০. স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কেন্দ্রগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
১১. পরীক্ষা চলাকালে কোনো শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত কিছু শেয়ার করলে ব্যবস্থা নেওয়া হবে।
১২. পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশে ভিড় না করার অনুরোধ।
১৩. পরীক্ষার্থীরা শুধুমাত্র নির্ধারিত আসনে বসবে।
১৪. পরীক্ষার হলে গুঞ্জন বা বিভ্রান্তিকর আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

এসএসসি ২০২৫ পরীক্ষার সময়সূচি (প্রধান বিষয়সমূহ):

  • ১০ এপ্রিল: বাংলা ১ম পত্র
  • ১৫ এপ্রিল: ইংরেজি ১ম পত্র
  • ১৭ এপ্রিল: ইংরেজি ২য় পত্র
  • ২১ এপ্রিল: গণিত
  • ২২ এপ্রিল: ধর্ম ও নৈতিক শিক্ষা
  • ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ২৭-১৩ মে: অন্যান্য বিষয়ক্রমিকভাবে

পরীক্ষা চলাকালীন সময় গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর