[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃত্বে মামুন- তানভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৪ ১০:১৯ পিএম

অবশেষে নানা জল্পনা কল্পনার পর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নির্বাচিত হলেন মামুন উল হক। আর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তানভীর।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাপতি পদে খ প্যানেলের মামুন ভোট পেয়েছেন ৪ হাজর ৮২০ আর গ প্যানেলের শাহেদুল পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট।


নির্বাচনে তিনটি প্যানেল ও দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে একটি প্যানেলের (ক) নেতৃত্বে রয়েছেন রুহুল কাদির-হুমায়রা-কামাল। আরেকটি প্যানেলের (খ) নেতৃত্বে রয়েছেন মামুন-জিয়া-নাসির। আর তৃতীয় আরেকটি প্যানেল (গ) হচ্ছে শাহেদ-তানভীর-মোস্তাফিজ।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ১৩ হাজার ৫৯৬। এর মধ্যে ভোট দিয়েছেন ১১হাজার ৫০০।
এর আগে উৎসাহ উদ্দীপনায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির নির্বাচনে রবিবার ভোট দেন শিক্ষা ক্যাডাররা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর