[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা: ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ৭:০১ পিএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর